মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০

কোনটা করবো আগে (অনেক কিছুই, নতুন সাধ)


কোনটা করব আগে?

-এইচ আর রাসেল


অনেক কিছুই করতে পারি

কোনটি করবো আগে

এসব ভাবার মাঝেই আবার

নতুন সাধ জাগ্\ে


ভাবছি লেখালেখিই করবো

লোকে বলবে আমায় কবি,

হলেও হয়ে যেতে পারি

নজরুল কিংবা রবী!

পত্রিকা আর ম্যাগাজিনে

ছাপবে আমার ছবি

তাই লেখালেখিই এখন থেকে

একমাত্র হবি\


নাহ! বরং গানবাজনাটাই করি

এতে অনেক বেশি দাম

অর্থ যশ খ্যাতি আর

অনেক বেশি নাম

একটা গান হিট করালেই

হবে কেল্লাফতে

তাই এখন থেকে গানের সাধন

চলবে দিনে রাতে \


নাকি আমি সাংবাদিকই হবো

দিব সত্য সঠিক খবর

আমার লেখায় হবে

যত অনিয়মের কবর

এই পেশাকে জাতির আয়না

বলে অনেক লোকে

তাই পত্রিকাটাই চালিয়ে যাবো

সাহস রেখে বুকে\


অভিনয়টা কিন্তু আবার

নেহায়েৎ মন্দ নয়

টিভি কিংবা চলচ্চিত্রে

যদি সুযোগ হয়

রাতারাতি তারকা আর

খ্যাতি জগৎময়

তাই অভিনয়টাই করব আমি

অন্য কিছু নয় \


একদিন হঠাৎ ঘোমের ঘোরে

স্বপ্নমাঝে দরবেশ এক

মারল ধমক জোড়ে

ব্যাটা তুইতো আস্ত বোকা

বুদ্ধিমান নও মোটে

এত কিছু ভাবলে কি আর

কোনো কিছু জুটে?

হরেক ভাবনা বাদ দিয়ে তুই

একটা কিছু কর

বেঁচে মরে থাকার চাইতে

বাঁচার জন্যে মর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন