দ্বিরুক্তির ছড়া
- এইচ আর রাসেল
- এইচ আর রাসেল
বাতাসটা বয়ে যায় করে শনশন
মশা মাছি উড়ে যায় করে ভনভন।
পেকে গেলে ফোঁড়াটা করে টনটন
ছেলে বুড়ো কাঁপে দেখ শীতে কনকন।
বাদলের ধারা দেখ ঝরে ঝরঝর
ভয় পেঁয়ে হরিণটা কাঁপে থরথর।
পরে গেলে বাসনটা করে ঝনঝন
মিঞা বাবু হেঁটে যায় করে হনহন।
খুশি হলে যেই চোখ করে ছলছল
অশ্রæতে সেই চোখ করে টলটল।
ঘড়ি দেখ বেজে চলে করে টিকটিক
দূর হতে বালুচর করে চিকচিক।
মশা মাছি উড়ে যায় করে ভনভন।
পেকে গেলে ফোঁড়াটা করে টনটন
ছেলে বুড়ো কাঁপে দেখ শীতে কনকন।
বাদলের ধারা দেখ ঝরে ঝরঝর
ভয় পেঁয়ে হরিণটা কাঁপে থরথর।
পরে গেলে বাসনটা করে ঝনঝন
মিঞা বাবু হেঁটে যায় করে হনহন।
খুশি হলে যেই চোখ করে ছলছল
অশ্রæতে সেই চোখ করে টলটল।
ঘড়ি দেখ বেজে চলে করে টিকটিক
দূর হতে বালুচর করে চিকচিক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন