আরও কটা দিন
- এইচ আর রাসেল
আমি আরও কটা দিন
সঙ্গী হতে চাই
হারিয়ে যাওয়া সোনালী সুখের,
আরও কটা দিন
দেখে যেতে চাই
সরল হাসি কচি মুখের \
শিশির জড়ানো ঘাসের বুকে
হেঁটে যেতে চাই আরও কটা দিন,
সবুজে মোড়ানো গাঁয়ের মাঠে
ফসলের হাসি চির অমলিন \
আমি আরও কিছুদিন
সঙ্গী হতে চাই
কনকনে হাওয়া দারুণ শীতের,
জারি সারি, যাত্রাপালা
আউল-বাউল পল্লীগীতের\
প্রখর রোদের তপ্ত হাওয়ার
সঙ্গী হতে চাই আরও কটা দিন,
বটের ছায়ার নিবিড় মায়ায়
তৃপ্ত হতে চাই আরও কটা দিন।
আরও কিছু দিন
দাও না প্রভু
হৃদয় ভরে তোমায় ডাকার
দাওনা সুযোগ মানবমনে
অনন্তকাল বেঁচে থাকার!
সঙ্গী হতে চাই
হারিয়ে যাওয়া সোনালী সুখের,
আরও কটা দিন
দেখে যেতে চাই
সরল হাসি কচি মুখের \
শিশির জড়ানো ঘাসের বুকে
হেঁটে যেতে চাই আরও কটা দিন,
সবুজে মোড়ানো গাঁয়ের মাঠে
ফসলের হাসি চির অমলিন \
আমি আরও কিছুদিন
সঙ্গী হতে চাই
কনকনে হাওয়া দারুণ শীতের,
জারি সারি, যাত্রাপালা
আউল-বাউল পল্লীগীতের\
প্রখর রোদের তপ্ত হাওয়ার
সঙ্গী হতে চাই আরও কটা দিন,
বটের ছায়ার নিবিড় মায়ায়
তৃপ্ত হতে চাই আরও কটা দিন।
আরও কিছু দিন
দাও না প্রভু
হৃদয় ভরে তোমায় ডাকার
দাওনা সুযোগ মানবমনে
অনন্তকাল বেঁচে থাকার!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন