সোমবার, ২ মার্চ, ২০২০

কেন বাংলাকে অবহেলা? ভাষার কবিতা


কেন বাংলাকে অবহেলা?

এইচ আর রাসেল




বাংলার জন্য জীবন দিয়ে বাংলাই যাচ্ছে রসাতলে!


আধুনিক হতে সবাই কথায় কথায় ইংলিশ বলে \


মা হয়েছে মম এখb ডেড হয়েছে বাবা

†¯œn মায়া মমতাতেও পড়ল এবার থাবা \


বোনকে বলে সিস আর ব্রো নাকি ভাই


সন্তান †m‡Zv বেবি এখন দরদ সেথায় নাই \


অফিস কিংবা আদালতে কিংবা যথা তথায়


কজন বলো বাংলায় বলে কিংবা লেখে খাতায়?


রাস্তায় যত বিজ্ঞাপন আর প্রচারপত্র লেখা


অধিক যে তার ইংরেজিতে বাংলা’র নেইতো দেখা \


যদিও কিঞ্চিৎ পাই তাতে শুদ্ধ বাংলা কই?


বানান ভুলের উৎসব দেখে অবাক চেয়ে রই


রক্তে পাওয়া ভাষার কেন এমন অবহেলা

পরকে মূল্য দিতে গিয়ে আপন ছুড়ে ফেলা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন