বৈশাখের ছড়া
এইচ আর রাসেল
বৈশাখ মানে নতুন ভোরে নতুন আলোর ঝলকানি
বৈশাখ মানে দুঃখ ভুলে অসীম সুখের হাতছানি।
বৈশাখ মানে ঝড়ের দিনে আম কুড়ানোর সুখ
বৈশাখ মানে ঝড়ের রাতে দুরু দুরু বুক\
বৈশাখ মানে মাঠে মাঠে ফুল ফসলের শোভা
বৈশাখ মানে পুব আকাশে রঙিন আলোর আভা\
বৈশাখ মানে বাবার সাথে মেলায় ছুটে যাওয়া
হরেকরকম খেলনা কিনে মিষ্টি মিঠাই খাওয়া\
বৈশাখ মানে ব্যবসায়ীদের বাকির হিসাব বন্ধ
হালখাতারই মিষ্টি মুখে ঘুচে যায় সব দ্ব›দ্ব\
বৈশাখ মানে গানে গানে নববর্ষ বরণ
যুগে যুগে নব সাজে ঐতিহ্যকে ধারণ\
বৈশাখ মানে সম্প্রীতি আর সৌহার্দ্যের চিত্র
ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সবার মিত্র\
এইচ আর রাসেল
বৈশাখ মানে নতুন ভোরে নতুন আলোর ঝলকানি
বৈশাখ মানে দুঃখ ভুলে অসীম সুখের হাতছানি।
বৈশাখ মানে ঝড়ের দিনে আম কুড়ানোর সুখ
বৈশাখ মানে ঝড়ের রাতে দুরু দুরু বুক\
বৈশাখ মানে মাঠে মাঠে ফুল ফসলের শোভা
বৈশাখ মানে পুব আকাশে রঙিন আলোর আভা\
বৈশাখ মানে বাবার সাথে মেলায় ছুটে যাওয়া
হরেকরকম খেলনা কিনে মিষ্টি মিঠাই খাওয়া\
বৈশাখ মানে ব্যবসায়ীদের বাকির হিসাব বন্ধ
হালখাতারই মিষ্টি মুখে ঘুচে যায় সব দ্ব›দ্ব\
বৈশাখ মানে গানে গানে নববর্ষ বরণ
যুগে যুগে নব সাজে ঐতিহ্যকে ধারণ\
বৈশাখ মানে সম্প্রীতি আর সৌহার্দ্যের চিত্র
ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সবার মিত্র\
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন